নিজের অপকর্ম ঢাকতে মেহেরপুরের ডিভিসির ক্যামেরাপার্সনের উপর হামলা
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদেরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গেলে ডিবিসির জেলা প্রতিনিধি ও ক্যামেরাপারসনসহ কয়েক সাংবাদিককে বেধড়ক মারপিট করে। এবং অফিস কক্ষে আটকে রাখে। পরে অন্যান্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এদিকে সাংবাদিককে মারধরের ঘটনায় ফুঁসে উঠেছে মেহেরপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদেরের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার সহ হিজরা প্রশিক্ষণে ভাতা আত্মসাৎ ও সরকারি বাড়ি ভাড়া পাওয়া সত্ত্বেও নিজ অফিসের পাশে গোপন কক্ষে মনোরঞ্জনের ব্যবস্থার জন্য বেডরুম ব্যবহার করে আসছিল।