না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবিণ শিক্ষক সফিউদ্দীন
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ ক্রীড়া শিক্ষক সফিউদ্দীন আহমেদ (ধুনা স্যার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ এশা মরহুমের জানাজার নামাজ শেষে মেহেরপুর কলেজমোড়স্থ পৌর কবর স্থানে দাফন করা হয়। মরহুম সফিউদ্দীন আহমেদের স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতবুধ রারে দিন কিছুটা অসুস্থ বোধ করলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেন।