না ফেরার দেশে চলে গেলেন বকুল
(ফলোআপ)মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ গ্রামের সেই বকুল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী……রাজিউন)। বকুল হোসেন (৫২) সহড়াতলা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সালদা গ্রামে বিয়ে করে সেখানেই স্থায়ীভাবে বসবাস করত সে। বকুল হোসেন তিন সন্তানের জনক। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বকুলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার সকাল ছয়টার দিকে তিনি মারা যান।
উল্লেখ্য গত মঙ্গলবার(০৮সেপ্টেম্বর) রাত ৮টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফ্লেক্সিলোড দিতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মক আহত হন।