নারায়ণগঞ্জে টিকটকের শুটিং শেষে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:49 PM, 04 February 2022

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর ইস্পাহানি মাঝি গল্লী এলাকায় টিকটকের ভিডিও শুটিং শেষে এক মাদ্রাসাছাত্রীকে তার প্রেমিক ধর্ষণ করেছে বলে এমন অভিযোগ উঠেছে। গত বুধবার(০২ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে, ঘটনার ওইদিনই ওই ছাত্রীর নানি বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় শিশু নির্যাতন আইনে মামলা করেন। ঘটনার পরদিন বেস্পতিবার (৩ফেব্রুয়ারি) আসামি আটক করে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টিকটক ভিডিও করার জন্য কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রেমিকসহ ৫ টিকটকার। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিও শুটিং করে। পরে মাদরাসাছাত্রীকে রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানী মাঝির গল্লী এলাকার নির্জন স্থানে নিয়ে কথিত প্রেমিক ধর্ষণ করে।

তিনি আরও জানান, ধর্ষণের সময় কথিত প্রেমিকের চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে তিন সহযোগীকে আটক করে। এ সময় কৌশলে প্রেমিক ও আরেকজন পালিয়ে যায়।

Allegation of raping a madrasa student after shooting of Tiktak in Narayanganj

Gangnirchokh:It has been alleged that a madrasa student was raped by her boyfriend after shooting a video of Tiktak in Ekrampur Ispahani Majhi Galli area of ​​Bandar upazila of Narayanganj. The incident took place on Wednesday night (February 2). On the same day, the nanny of the student filed a case against 5 persons under the Child Abuse Act. Police arrested the accused on Thursday (February 3), the day after the incident.

Officer-in-Charge (OC) of Bandar Police Station Deepak Chandra Saha said that on Wednesday (February 2) afternoon, the girl was called from her grandmother’s house and taken away by five tickers along with her boyfriend. In Sabdi area of ​​Kalagachhia Union, they were shooting tick video till night. Later, the alleged lover took the madrasa student to a secluded place in Ispahani Majhir Galli area around 9:30 pm and raped her.

He added that four accomplices of the alleged lover guarded the scene during the rape. At that time, the locals came to know about the rape and arrested three accomplices. At this time, the lover and another escaped.

 

 

আপনার মতামত লিখুন :