নানা আয়োজনে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের জাতীয় শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিশুদের মধ্যে শিশু খাদ্য, রান্না করা খাবার, পুরস্কার বিতরণ সহ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ।
রবিবার সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান এর নেতৃত্বে ইউপি সদস্য গন জাতির পিতার প্রতিকৃতিতপ পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের শিশুদের মধ্যে শিশু খাদ্য ও রান্না করা খাবার সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য মুহাম্মদ ওয়াসিম আলী, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন লালটু, মিলন হোসেন, আলমগীর হোসেন, সিদ্দিকুর রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।