নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে বড় দিন উৎসব পালিত হচ্ছে

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:07 PM, 25 December 2022

মেহেরপুরে ২৯ টি র্গিজায় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে আটটায় গির্জায় প্রভুর ভোজের উপশানার মধ্যে বড় দিন শুরু হয়। মেহেরপুরের মুজিবনগরের বল্লভপুর, ভবের পাড়া, রতনপুর, নিত্যনন্দপুর ও জেলা শহরের গির্জায় এক যোগে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শনিবার রাত ১২ টায় প্রদিপ প্রজ্বলন ও আতসবাজি সহ নানা আয়োজনের মধ্য বড় দিন কে বরণ করে নেয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা।  ২৫শে ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে রবিবার দুপুর বারোটা থেকে  গির্জা গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন রয়েছে। বড়দিনকে ঘিরে খ্রিস্টান পল্লীগুলো সেজেছে বর্ণিল সাজে। প্রতিটি বাড়িতে চলছে বড়দিনের উৎসব। বড় দিন কে ঘিরে খ্রিস্টানপল্লী গুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তার ব্যাবস্থা।

 

আপনার মতামত লিখুন :