নাগরিক টেলিভিশনের সংবাদ প্রচারের পর শতবর্ষী রহমতুল্লাহর পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার
“সম্পত্তি লিখে নিয়ে বাবা মাকে বাঁশ বাগানে ফেলে গেল সন্তানরা” শিরোনামে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন “নাগরিক টেলিভিশন” এ সংবাদ সংবাদ প্রচারের পর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। গত সোমবার(৩০ সেপ্টেম্বর) কে নিয়ে সংবাদ প্রচার করে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন “নাগরিক টেলিভিশন”।
মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, নাগরিক টেলিভিশনের সংবাদ প্রচারের পর আমি ইতোমধ্যে নিজে গিয়ে নগদ টাকা, খাবারের ব্যবস্থা করেছি। তাদের সন্তানদের সাথে কথা বলেছি ভরণপোষণ নিশ্চিত করার জন্য। একজন ভাতা পায়, অন্যজনও পায় সে নির্দেশনা সমাজসেবা বিভাগকে দিয়েছি। এছাড়া চিকিৎসা ব্যবস্থাসহ উন্নত বাসস্থান যা যা করার দরকার উপজেলা প্রশাসন ব্যবস্থা করবে। এমন মানবিক সংবাদ প্রচারের জন্য নাগরিক টেলিভিশন পরিবারকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্যঃ শতবর্ষী রহমত উল্লাহ শেখ ও করিমন দম্পতির সহায় সম্বল তার সন্তানেরা লিখে নিয়ে বাঁশ বাগানে একটি ঝুপড়ি ঘর তৈরি করে রেখে আসেন। তাদের এই অসহায়ত্বের গল্প তুলে ধরেন জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টেলিভিশন সাংবাদিক প্রচার করে।