নব গঠিত বারাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ
প্রতীক ছবি
কামাল হোসেন খাঁনঃআগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর সদর উপজেলার নব গঠিত বারাদি ইউনিয়নের নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বারাদি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মোমিনুল ইসলাম(নৌকা) , আরমান আলী(ঘোড়া) , হাসিবুল হাসান বাবু (চশমা) , নুরু উস সাফা(মশাল) ,নুর ইসলাম (রজনীগন্ধা) , সালে আল আজিজ টনিক (আনারস) ।
সংরক্ষিত সদস্য পদে ১ নং ওয়ার্ডে পুষ্পরানি(মাইক) , সালমা (তালগাছ) , বিউটি(হেলিকপ্টার), শাহিনা(সূর্যমুখী ফুল) ,পারভীনা(বক)। ২ নং ওয়ার্ডে সাগরিকা (বক) , আজমিরা(মাইক) বুলবুলি (কলম) ,নুরজাহান(তালগাছ)। ৩ নং ওয়ার্ডে ফারজানা(বক) , শাহনাজ(হেলিকপ্টার) , খাদিজা (মাইক) , শামসুন্নাহার(তালগাছ) প্রতীক পেয়েছেন ।
এদিকে নবগঠিত বাড়াদী ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মুক্তি(ফুটবল) , মোস্তাফিজুর (টিউবওয়েল) ,খাকছার(বৈদ্যুতিক পাখা) , কাসেদ(মোরগ) , আসাদুল(তালা) ।
২ নাম্বার ওয়ার্ডে ইমাম-উল-হক(মোরগ) , আব্দুস সালাম(তালা) , আশরাফুজ্জামান(ভ্যান গাড়ি) , মোখলেসুর রহমান(বৈদ্যুতিক পাখা) , শফি মীর(ফুটবল) ,শাহিন আলী(টিউবওয়েল) ।
৩ নং ওয়ার্ডে রিপন(ক্রিকেট ব্যাট) , তারিকুল(মোরগ) , আকরাম(তালা) , রবিউজ্জামান বাবু(ফুটবল) , শরিফুল ইসলাম(টিউবওয়েল)। ৪নং ওয়ার্ডে রিপন(ফুটবল) , স্বাধীন(তালা) , মুর্শিদকুলি মেঘা(মোরগ) ।
৫ নং ওয়ার্ডে সাইফুল(বৈদ্যুতিক পাখা) , তাহাজ উদ্দিন(মোরগ) , বেলাল উদ্দিন (তালা) , কামরুজ্জামান(টিউবওয়েল) ,নজরুল ইসলাম(ফুটবল) ।
৬ নং ওয়ার্ডে জাহাঙ্গীর(মোরগ) , শফিকুর রহমান(তালা) ,শাকমান মোল্লা(ফুটবল) । ৭ নং ওয়ার্ডে মিজানুর রহমান(বৈদ্যুতিক পাখা) , রফিকুল ইসলাম(ফুটবল) , রেজাউল(টিউবওয়েল) , কামাল(মোরগ) ,ইয়াদ শেখ(তালা)।
৮ নং ওয়ার্ডে সাইদুর(ভ্যান গাড়ি) , শফিকুল (তালা) ,সোহাগ(বৈদ্যুতিক পাখা) , জয়নাল(মোরগ) , সিদ্দিক আজিজ বাবলু(ঘুড়ি) , জাকির হোসেন (ফুটবল) ,হাফিজুর (টিউবওয়েল) । ৯ নম্বর ওয়ার্ডে এমদাদুল(তালা) , জাহাঙ্গীর(ফুটবল) , দেলোয়ার (মোরগ) ও সুলতান আলী (টিউবল) প্রতীক লাভ করছেন।