নবাগত জেলা প্রশাসককের সাথে মুজিবনগরের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:17 PM, 24 September 2024

মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সাথে মুজিবনগর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন,মুজিবনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারারুল ইসলাম, মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, প্রাণিসম্পদ অফিসার হারিসুল আবিদ, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান প্রমূখ।

আপনার মতামত লিখুন :