নকশীকাঁথার সাজ
আষাঢ়ে মেঘ ধেয়ে আসে
সৃষ্টি হয় বুজি বৃষ্টি;
গুড়ুম গুড়ুম শব্দ, চারদিক অন্ধকার,
এ যেন বিধাতার সৃষ্টি!
এই বুজি আজ শুরু হল প্রলয়,
চারদিকে বুজি বইছে মেঘ-
গুড়ুম গুড়ুম শব্দে মনের কোনেও
জমেছে অন্ধকারের লেশ।
আষাঢ়ের বারী মনে করে দেয়,
প্রিয়জন হারানের ব্যাথা;
কখনো বা শুরু হয় মনে, আবেগে ভালোবাসা।
আষাঢ়ের বারী ভুলায়ে দেয়
চৈত্রের খরতাপ,
কখনো বা মুছে ফেলে-
মনের অন্ধকার!
রিমঝিম রিমিঝিম বৃষ্টি পড়ে
চারদিক থাকে কালো;
বেদনার সুর মাঝে মাঝে-
মন করে দেয় আলো!
কদম্বফুল ফুটছে দেখ
ঐনা কদম শাখে!
চালতে গাছের ফুলগুলো
দেখায় না আর শাখে!
পাখিরা সব আপন বাসায়,
রয়েছে ছানার সাথে-
মা পাখিটার চিন্তা মাথায়;
বের হবে অন্নের সন্ধানে।
গাছের পাতা রয়েছে নিশ্চুপ ;
করছেনা না আর খেলা,
মুষলধারে বৃষ্টিতে আজ
এ মন ঘরে রয়না।
নদীর জোয়ার ঠিকই বইছে,
জল কানায় কানায় পূর্ণ
মনে হয় বুজি আষাঢ়ের বারী,
রয়েছে পরিপূর্ণ !
ভারি বর্ষনে মন-
নেইকো ভালো আজ;
কারে কারো মনে সেজেছে বুজি,
নকশীকাঁথার সাজ!
লেখকঃহাওলাদার বেলাল
৩/০৭/২২, সময়ঃ দুপুর, ১.১১মি.