ধর্ষনকারীদের ফাঁসির দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সুস্থ সমাজের কীট ধর্ষকদের বিরুদ্ধে গর্জে ওঠো বাংলাদেশ নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে পাশবিক নির্যাতন কারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শহরের কোট মোড় থেকে ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু বক্কর সিদ্দিক, সদর থানা সভাপতি মাসুদ আজহার, মুজিবনগর উপজেলা সভাপতি মুফতি তরিকুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি ফয়সাল আহাম্মেদ প্রমুখ। এসময় জেলা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি রহমতউল্লাহ,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি তরিকুল ইসলাম,মজিবনগর যুব ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মাওলানা আমিনুল ইসলামসহ ইসলামী আন্দোলনের নেতা কর্মী অংশগ্রহণ করেন।