দৌলতপুরে র‌্যাবের- অভিযানে ইয়াবা ট্যাবেলট সহ গ্রেফতার ০১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:23 AM, 31 May 2021

র‌্যাবের-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ৩০ মে এপ্রিল ২০২১ ইং তারিখ সময় ১৭.৩০ ঘিটকার সময় কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানাধীন হাসানপুর গ্রামস্থ জৈনকে মোঃ আছাদুল হক এর মুদি দোকানের সামেন পাঁকা রাস্তার উপর’’

একিট মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবেলট ১৫০ পিচ। যাহার মূল্য অনুমান ৭৫,০০০/- (পচাত্তর হাজার) টাকা,মোবাইল ফোন-০২ টি, সীমকার্ড-০৩ টি সহ ০১ জন ধৃত আসামীে মোঃ সিলম মন্ডল (৪২), পিতা- মোঃ ইন্তাদুল, সাং-সংগ্রামপুর, থানা -দৌলতপুর, জেলা-কুষ্টিয়া গ্রেফতার করা হয়। পরবর্তীেত উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীরি বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় সাপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :