দৌলতপুরে অধ্যক্ষ ও সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগর মরিচা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি মূলক, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় ফিলিপ নগর মরিচ ডিগ্রি কলেজ মাঠে এক মানববন্ধন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আঃ মান্নান সহ সকল শিক্ষক, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যক্ষ আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, ঈদুল- আযহা আগে আমি কলেজের সভাপতি এ্যাডঃ মোঃ শরীফ উদ্দিন রিমন সাহেবের নিকট সরকার প্রদপ্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫০ জন শিক্ষক ও কর্মচারীদের উৎসব ও বেতন ভাতার বিল সই করাতে গেলে সে সই না করে ফিরিয়ে দেন।
পরে আমি শিক্ষকদের সঙ্গে বৈঠক করে শিক্ষক সহ সকল কর্মচারী গণ স্বাক্ষরিত চিঠি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠায়লে এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন সভাপতি পদ থেকে বরখাস্ত হন।
এবং তিনি ক্ষিপ্ত হয়ে আমার নামে সহ সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করেন
যা অত্যন্ত ঘৃণা জনক।
তিনি আরও বলেন অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন। মামলা প্রত্যাহার না হলে কঠিন থেকে কঠিনতম কর্মসূচি ঘোষণা করা হবে।