দৌলতপুরের মথুরাপুরে পিপলস কলেজের নিয়োগে দূর্ণীতি ; পরীক্ষার আগেই প্রার্থী চুড়ান্ত। উপযুক্ত টাকা না পাওয়ায় একটি পদ স্থগিত।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর পিপলস কলেজের নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার। ০৬ টি পদের বিবরীতে ৫৮ জন আবেদন করেন।পরীক্ষা এখনও হয়নি। কিন্তু ইতোমধ্যে ০৫ জন সিলেকশন হয়ে গেছেন। পদ ভেদে নিয়োগের জন্য দেওনা-নেওয়া হয়েছে মোটা অংকের টাকা। এমপি প্রতিনিধি বলেছেন আমার কিছু করার নেই সবই এমপি জানেন, সবই তার প্রার্থী, তার বাইরে কেউ না । জানা যায়, পিপলস কলেজের ০৬ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ০৬ টি পদের মধ্যে ০৫ টিতে লেনদেন হয়ে গেছে। ০১ টি পদে এখনও লেনদেন না হওয়ায় ওই পদের পরীক্ষা গতকাল হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। যে ০৫ টি লেনদেন হয়েছে এবং যারা নিয়োগ পাচ্ছেন তাদের তালিকা প্রতিবেদকদের হাতে। রসায়ন বিভাগে ল্যাব সহকারীর পদে চাকুরী পাচ্ছেন মথুরাপুর গ্রামের নাজিম সর্দারের পুত্র বাদশা হোসেন তিনি নিয়োগের জন্য দিয়েছেন ১৫ লাখ টাকা এই পদে মোট আবেদনকারীর সংখ্যা ১৬ জন। দামাদামির দৌড়ে জিতেছেন বাদশা হোসেন। ১৫ লাখ টাকায় তিনি কিনে নিয়েছেন চাকুরী বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন। উদ্ভিদ বিজ্ঞানের ল্যাব সহকারী পদে চাকুরী পাচ্ছেন হাবিবুল হকের কন্যা সাদিয়া হাবিব। তিনি চাকুরী কিনেছেন ১৪ লাখ টাকায়। ওই পদে চাকুরী ক্রয়ের মূল্যে তিনি সর্বোচ্চ ছিলেন। তাই তাকে চাকুরী দেওয়া হচ্ছে। তিনি সহ ওই পদে আবেদন করেছেন ১৪ জন প্রার্থী। নিরাপত্তা কর্মী পদে মথুরাপুরের সামাদ মালিথার পুত্র বাচ্চু মালিথা চাকুরী কিনেছেন ১৩ লাখ টাকায়। তার সাথে প্রতিদ্বন্দ্বীতায় হেরে গেছেন ০৯ জন প্রার্থী। আয়া পদে সোনিয়া চাকুরী কিনেছেন ১৩ লাখ টাকায় তার সাথে আবেদন করেছিলেন আরও ৪ জন। পরীছন্নতা কর্মী পদে আবেদন করেন ০৩ জন। শ্রী রিমন কুমার ১৩ লাখ টাকায় চাকুরী ক্রয় করেন। আর অফিস সহকারী কাম হিসেব সহকারী পদে প্রার্থী ছিলেন ১১ জন চাকুরী বিক্রির বাজারে কেউ সঠিক মূল্য দিতে না পারাই গতকাল মঙ্গলবার ওই পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন কতৃপক্ষ। দৌলতপুর -০১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্ এই টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে এম পি বাদশাহ্ র প্রতিনিধি টিপু নেওয়াজ বলেছেন এখানে আমার কিছু করার নেই সব এমপির প্রার্থী তার বাইরে কেউ নয়। এদিকে পরীক্ষার আগেই নিয়োগ কে কে পাচ্ছেন তা জানাজানি হয়ে যাওয়া ও অর্থ লেনদেনের বিষয়টি সকলের কাছে পরিস্কার হয়ে যাওয়ায় আগামী শুক্রবার কুষ্টিয়া মহিলা কলেজে অনুষ্ঠিত পরীক্ষার হলে হট্টগোল হওয়ার আশংকা তৈরী হয়েছে। এব্যাপারে সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহর সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেন নি। এমপি প্রতিনিধি টিপু নেওয়াজ সরাসরি বলেছেন, যাদের নেওয়া হচ্ছে তারা সবাই এমপির প্রার্থী তার বাইরে না। যার ভয়েস রেকর্ড প্রতিবেদকদের কাছে সংরক্ষিত।
সূত্রঃদৈনিক আরশীনগর