জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার মেহেরপুর জেলা প্রিতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন খান মাহমুদ আল রাফি। আজ শনিবার প্রকাশক সন্তোষ শর্মা স্বাক্ষরিত নিয়েগ পত্র হাতে পেয়েছেন তিনি।
মেহেরেপুর মল্লিক পাড়ার মরহুম মখলেসুর রহমান খান ও মাহমুদা খাতুনের জেষ্ঠ পুত্র আল রাফি। আল রাফি সাউথ ইস্ট ইউনিভারসিটি থেকে এম বিএ সমাপ্ত করেছেন।
ইত পূর্বে তিনি চ্যনেল আইয়ের কর্পোরেট হেড অফিসে কমার্শিয়াল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি মেহেরপুর থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল প্রথম রাজধানীর বিশেষ প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
তার নিয়োগে"গাংনীর চোখ"পরিবার আভিনন্দন জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com