দেশের কোন মানুষ গৃহহীণ অবস্থায় থাকবে না..মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুরে ৭৬ কোটি টাকা ব্যায়ে ৫ একর জমির উপর শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি।
বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলার দারিয়াপুর প্রেরণা প্রি ক্যাডেট একাডেমী প্রাঙ্গণে দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার পাশ করে দিয়েছেন। এমনটি মাটি পরীক্ষার শেষ করা হয়েছে। এটি নির্মান কাজ শেষ হলে সেখানে প্রশিক্ষন নিয়ে অর্থ আয় করতে পারবে। এছাড়া এখানে বসেই সারা বিশ্রে সাথে যোগাযোগ করতে পারবে।সফটওয়্যার তৈরি করতে পারবে।
তিনি আরো বলেন, প্রাইমারী স্কুলে শিক্ষার্থীদের দুপুরে খাবার দেওয়ার পরিকল্পনা সরকার নিচ্ছে ইতো মধ্যে চালু করা হয়েছে। বাচ্চাদের মেধাবী করে গড়ে তুলতে হবে। সুস্থ সবল বাচ্চা আগামী দিনের ভবিষ্যত। মায়েদের সব টেনশন এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর।
বিনামূল্যে ঘর প্রদান সম্পর্কে তিনি বলেন, যার জমি আছে, ঘর নেই সেই প্রকল্পের আওতায় দেশের সকল নাগরিক ঘর পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে এব্যাপারে। এবিষয়ে বড় বাজেট করা হচ্ছে।
আগামীতে গৃহহীণদের খুজে খুজে বের করে বাসগৃহ করে দেবে সরকার।দেশের কোন মানুষ গৃহহীণ অবস্থায় থাকবে না। জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকিম হোসেন খোকন সহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।