দৃষ্টিকোণ
আমার কাছে জীবন মানে তুমি
পূর্ব আকাশে ভোর বেলার
আবছা আলোর উকি,
আধাঁর মাঝে নীরবতায় বাড়তে থাকা রাত
আর মেঘলা দিনের আবছা আলোয় তোমায় খোজাখুজি।
আমার কাছে স্বপ্ন মানে তুমি
যেন শত আশার নতুন এক পৃথিবী,
তোমার মাঝেই বিভোর থাকি
হারিয়ে ফেলি নিত্যদিনের
যা আছে আমার সবই।
আমি তোমার মাঝেই মগ্ন থাকি
অস্থিরতায় খুজে ফিরি
তোমার অনুভুতি,
আমি তোমার মাঝেই ভেসে বেড়াই
তুমি তা কখনোই খুজে দেখনি।
আমায় এলোমেলো করে দিয়ে যায়
তোমার প্রতিটা চোখের পলক,
আমি তাকিয়ে থাকি নির্বাক দৃষ্টিতে
আমার সমস্ত আবেগ আমায় ভিজিয়ে দেয়,
তবুও এই দৃষ্টিকোনে
তোমাকেই খুজি অপলক।