দায়িত্ব পালনে ব্যার্থ হওয়ায় সিএফএইচ এর সকল কমিটি স্থগিত
আজ ০৪/১০/২০২০ রোজ রবিবার কাম ফর হিউম্যানিটি-সিএফএইচ এর জরুরী সিদ্ধান্ত মোতাবেক সিএফএইচ এর কেন্দ্রীয় কমিটিসহ সকল ইউনিটের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মামুন অর রশিদ বিজন জানান, আমরা সংগঠনকে সুসংগঠিত ও কার্যক্রম বেগবান করা লক্ষ্যে গাংনী উপজেলা কমিটিসহ উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করি তার ফলে সংগঠনের পদাধিকার বলে অনেক সদস্য বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এর পরিপেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ আলোচনা অনুষ্ঠিত করা হয় এবং সকল কমিটির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত জানান। সভাপতি আরো জানান, যারা সংগঠনকে নিয়ে বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছেন তাদের ওপেন চ্যালেঞ্জ জানিয়ে বলেন তথ্য প্রমান নিয়ে জনসম্মুখে এসে কথা বলেন, প্রমান না মেলাতে পারলে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ খান জানান, এই কমিটি স্থগিত করে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে পুনোরায় সংগঠনকে সুসংগঠিত করতে হবে। সংগঠনের সকলেই প্রতিষ্ঠাতা মামুন অর রশিদ বিজনের সাথে সম্মতি প্রকাশ করেন এবং আগামী ২০/১০/২০২০ তারিখের মধ্যে সমন্বয় কমিটি গঠন করার কথা জানিয়েছেন কাম ফর হিউম্যানিটি-সিএফএইচ।