দালাল ধরতে মেহেরপুর বিআরটিএ কার্যালয়ের দুদকের অভিযান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:55 PM, 03 August 2022

দালাল ধরতে মেহেরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি কমিশন(দুদক) এর কুষ্টিয়া সদস্যরা। আজ বুধবার দুপুরে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

দুর্নীতি দমন কমিশন(দুদক) এর অভিযান সূত্রে জানা যায়,বিআরটিএ-তে ঘুষ ছাড়া কোন কাজ হয়না,দালালদের দৌরাত্ম্য এবং সেবা গ্রহীতাদের হয়রানি করার অভিযোগ পাওয়াই এ অভিযান চালানো হয় বলে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল জানান। তবে দুদকের অভিযান শুরু হওয়ার পরপরই দালালরা সেখান থেকে পালিয়ে যায় ।

দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারি পরিচালক চৌধুরী বিশ্বনাথ আনন্দ, রফিকুল ইসলাম, উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, সুরাইয়া সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :