দামুড়হুদায় প্রধানমন্ত্রীর উপহার,ভূমিহীন ও গৃহহীন ২৯টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা বাংলাদেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসন সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।
আজ রবিবার(২০জুন) সকাল ১০ ঘটিকার সময় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত কুমার সিংহ, প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী খালিদ হোসেন, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, সহ দামুড়হুদা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, কুুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ এনামুল করীম ইনু, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, দামুড়হুদা উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৯টি ভূমিহীন ও গৃগহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
এসময় ঘর পেয়ে আনন্দে আপ্লুত হয়ে কোহিনুর বেগম নামে এক গৃহবধূ বলেন, আমি স্বপ্নেও কোন দিন ভাবিনি পাঁকা বাড়ির মালিক হবো, পরিজনদের নিয়ে সুন্দর একটি পাঁকা বাড়িতে মনের সুখে বসবাস করবো, সব যেন স্বপ্নের মতো লাগছে। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোয়া করি, আমার মাথার যতগুলো চুল আছে, আল্লাহ তাকে ততদিন হায়াত দান করেন, আমিন আমিন, আমিন।