দামুড়হুদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ পরিবারকে সরকারী সহায়তা প্রদান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:44 PM, 01 August 2021

দামুড়হুদার কার্পাসডাঙ্গার মোমিনপুর গ্রামের
দেলোহার হোসেন এর ঘরে আগুন লেগে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য পুড়ে ছাই হয়ে যায় এক নিমেষে। কিছু বুঝে ওঠার আগেই সর্বগ্রাসী আগুন তার লেলিহান শিখা ছড়িয়ে দেয় পুরো বসত ঘরে। এক কাপড়ে কোন রকম প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পেরেছে দেলোহার এর পরিবারের সদস্যগণ।

এ আকস্মিক দুর্ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্হলে পৌঁছে আজ রবিবার ১ আগষ্ট তাদের ছয় হাজার টাকার চেকসহ ২ বান্ডিল টিন, কিছু নগদ টাকা, বিশ কেজি চাল,ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি সরকারী সহায়তা পৌঁছে দিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,

এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন স্হানীয় মেম্বার,সংবাদকর্মী। দোয়া করি দেলোহার হোসেন যেন তার এ বিপদ ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারে। তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন সকলে।

আপনার মতামত লিখুন :