দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে লিপ্ত থাকায় মুজিবনগর উপজেলা তাঁতীলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা
মেহেরপুরের মুজিবনগর উপজেলা তাঁতীলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে লিপ্ত থাকায় কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।সোমবার(০৯নভেম্বর) জেলা তাঁতীলীগের আহবায়ক নুর ইসলাম সুবাদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। এ বিষয়ে নুর ইসলাম সুবাদ জানান, সম্প্রতি আমরা জানতে পেরেছি মুজিবনগর উপজেলা তাঁতীলীগের আহবায়ক ()কমিটির কয়েকজন অনৈতিক কাজের সাথে জড়িত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে। দলীয় ভাবমূর্তি বজায় রাখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত করা হয়েছে। প্রসঙ্গতঃ আজ সোমবার সকালে মুজিবনগর উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক বীর হেরোইনসহ পুলিশের হাতে আটক হয়।