দর্শনা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২-নারীসহ,আটক-৩
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায়। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব রহমান কাজল এর নেতৃত্ব ২০ সেপ্টেম্বর রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মাজহারুল ইসলাম, এ এস আই মহিউদ্দিন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আকন্দবাড়িয়া (তমালতলা) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া (তমালতলা) এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ মোখলেছুর রহমান (৪০), মোঃ মোখলেছুর রহমানে স্ত্রী মোছাঃ সালমা খাতুন(৩২), মোঃ আবুল কালাম এর স্ত্রী মোছাঃ মাছুরা খাতুন (৩৯), কে আটক করে পুলিশ।
এ সময় আসামির বসত বাড়ির ভিতরে মাদক ক্রয়-বিক্রয় কালে ২৪ (চব্বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান কাজল বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।