দর্শনা থানার পক্ষে থেকে ১৫ আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:11 AM, 15 August 2021

আজ রবিবার সকাল সাড়ে ৭ টার সময় দামুড়হুদা উপজেলা চত্বরে দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দামুড়হুদা উপজেলা চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর এবং ১৫ ই আগস্টের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার পুলিশ সদস্য। পরে ১৫ ই আগস্টের সকল শহীদদের স্মরণার্থে ১ মিনিট নিরবতা পালন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।এবং পরে সকাল সাড়ে ৮ টায় দর্শনা আওয়ামী লীগের পাটি অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আপনার মতামত লিখুন :