দর্শনায় চালককে এলোপাতাড়ি কুপিয়ে অটোভ্যান ছিনতাই
চুয়াডাঙ্গার দর্শনায় চালককে এলোপাতাড়ি কুপিয়ে অটোভ্যান ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় ভ্যানচালক মোঃ শুভ রক্তাক্ত জখম হয়েছেন। তার মাথার একাধিক জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
আহত মোঃ শুভ দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রবিবার (২৫শে অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার সময় দর্শনা টু হিজলগাড়ি সড়কের দোয়েল ইটভাটার অদূরে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রীবেশ ধারণ করে দু’জন ছিনতাইকারী শুভ নামের এক অটোভ্যান চালকের ভ্যানে উঠে দোস্ত গ্রাম অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে দোয়েল ইটভাটা সংলগ্ন স্থানে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা শুভকে এলোপাতাড়ি কুপিয়ে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
আহত শুভকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনা শোনা মাত্রই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন দর্শনা থানা পুলিশ।