তফসিল ঘোষনায় মেহেরপুরে আনন্দ মিছিল
আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় মেহেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত। আজ বুধবার সন্ধ্যায় ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। তফসিল কে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগ সহ অংগসংঠন আনন্দ মিছিল বের করে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহীম শাহীনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগের কার্ষালয়ের সামনে এসে শেষ হয়। অন্য দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ইয়ারুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এসময় মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনা সরকার কে ক্ষমতায় এনে উন্নয় করার আহবান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।