ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন দি হাঙ্গার প্রজেক্টর স্বেচ্ছাসেবী

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:41 PM, 08 September 2021

গ্রাম ও পাড়া মহল্লা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার ৪২ হাজার ৮১৬ টি পরিবারের মাঝে সচেতনতা সৃষ্টি ও বাড়ি বাড়ি গিয়ে এডিশ মশার বংশ বিস্তারের স্থানগুলো নির্বাচন ও এডিশ মশার লাভা ধ্বংশ করা হয়েছে।

মহামারী ডেঙ্গু প্রতিরোধ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর গাংনী এরিয়া অফিসের ৪ হাজার ৯১ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবি সপ্তাহ ব্যাপি এ কার্যক্রম পরিচালনা করেন। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর স্বেচ্ছাসেবিরা এলাকায় সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ করেন, এছাড়া এডিশ মশার জীবাণু লাভা ধ্বংশ করার জন্য জীবাণুনাশক স্প্রে, বাড়ি বাড়ি গিয়ে জমে থাকা পানির উৎস ধ্বংশ করেছে। নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার উদ্বুদ্ধ করনে পাড়া ও মহল্লায় নারী পুরুষ নিয়ে আলোচনা সভা ও উঠান বৈঠক করেছেন।

এসব আলোচনা সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও দি হাঙ্গার প্রজেক্টর স্থানীয় ইউনিয়ন সমন্বয়কারীবৃন্দ উপস্থিত ছিলেন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন জানান, বর্তমান সময়ে করোণার মতই ডেঙ্গু মহামারীর রুপ ধারণ করেছে। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। জনগণকে সচেতন করতে দি হাঙ্গার প্রজেক্ট’র ইউনিয়ন সমন্বয়কারী, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কাজ করেছি। ডেঙ্গু প্রতিরোধে গ্রাম ও পাড়া মহল্লা পর্যন্ত আমাদের কর্মী ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবিরা গ্রামের সাধারণ মানুষকে সাথে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেছেন।

আপনার মতামত লিখুন :