ডিবি পুলিশের এস আই মুক্ত রায়চৌধুরীকে ফুলের শুভেচ্ছা
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মুক্ত রায়চৌধুরী পিপিএম ইন্সপেক্টর পদে পদোন্নতি পাওয়াই তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর সভাপতিত্বে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ইন্সপেক্টর মুক্ত রায়চৌধুরী পিপিএম, মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম, সদ্য পদোন্নতি প্রাপ্ত ইন্সপেক্টর মুক্ত রায়চৌধুরীর সহধর্মিনী অপর্ণা রায় চৌধুরী, মেহেরপুর ডিবির এসআই হাবিবুর রহমান, এএসআই মাহাতাব উদ্দিন, হেলাল উদ্দিন প্রমুখ।
এর আগে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি সহ ডিবির সদস্যরা সদ্য পদোন্নতি প্রাপ্ত ইন্সপেক্টর মুক্ত রায়চৌধুরী পিএমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। এসময় সেখানে ডিবির এসআই আহসান হাবীব সহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।