ট্রেনে কাটা পড়ে গাংনীর যুবকের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মেহেরপুরের গাংনী উপজেলার ইন্টারমিডিয়েট পড়ুয়া রামিম(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার(১১মে) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজের অদূরে পাঁচ ফোটক নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা রামিম গাংনী পৌর এলাকার ০৭নং ওয়ার্ডের সিঙ্গাপুর প্রবাসী জহুরুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, সকালে ঘোড়ামারা ব্রিজের অদূরে পাঁচ ফোটক এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। চলন্ত ট্রেনের আঘাতে শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করার জন্য চুয়াডাঙ্গার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে তাহলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।