ঝিনাইদহে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার(ভিডিওসহ)
ঝিনাইদহে বিদেশি পিস্তল ও গুলি সহ আবু সাঈদ(৩৩) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬।আজ সোমবার দুপুর ১ টার দিকে তাকে আটক করে। আটককৃত আবু সাঈদ হরিণাকুন্ডু উপজেলার সানোয়ার হোসেন @ সনু ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা যায়, হরিণাকুন্ডু এলাকায় অস্ত্র অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প একটি দল অভিযান চালিয়ে আবু সাঈদ নামের এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীকে আটক করে।এ সময় একটি বিদেশী পিস্তল,৬ রাউন্ড গুলি,২টি মোবাইল ও নগদ ২৯০০ টাকা উদ্ধার করে। আটককৃত আবু সাঈদ এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আটককৃত আবু সাঈদের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৮টি মামলা রয়েছে।