জেলা পরিষদ নির্বাচনে শান্তনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত
আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য (২ নং ওয়ার্ড গাংনী) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য সোহানা ইসলাম শান্তনা।
রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান কারি সেলিনা মমতাজ কাকলি, শিরিন আক্তার শিলা, এবং মাকসুদা ইয়াসমিন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় সংরক্ষিত সদস্য ২ নম্বর ওয়ার্ড থেকে শাহানা ইসলাম শান্তনা একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।