জেলা পরিষদের সাধারণ সদস্য পদে টিউবওয়েলের জয়জয়কার
জেলা পরিষদের নির্বাচনে সাধারন সদস্য পদে টিউবওয়েল জয়জয়কার হয়েছে। জেলার তিনটি ওয়র্ডেই জয়লাভ করেছেন টিউবওয়েল প্রতিক। ইনারা হলেন ১নং(মুজিবনগর উপজেলা) ওয়ার্ডের প্রার্থী আজিমুল বারি মুকুল ২২ ভোট, ২ নং( মেহেরপুর সদর উপজেলা) ওয়াডের প্রার্থী ইমতিয়াজ বিশ্বাস মিরন ৫৫ ভোট ও ৩নং ( গাংনী উপজেলা) ওয়ার্ডের প্রার্থী মিজানুর রহমান ৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
এ দিকে মেহেরপুর ২ জন সাধারণ সদস্য পদ প্রার্থী একটিও ভোট পাননি। ইনারা হলেন ২ নং( মেহেরপুর সদর উপজেলা) ওয়ার্ডে আব্দুল কুদ্দুস ও ৩নং ( গাংনী উপজেলা) ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (বৈদুতিক পাখা)।
আপর দিকে ১নং(মুজিবনগর উপজেলা) ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে উম্মে সালমা (ফুটবল) পেয়েছেন ৪ ভোট।