জেলা পরিষদের সাধারণ সদস্য পদে টিউবওয়েলের জয়জয়কার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:48 PM, 17 October 2022

জেলা পরিষদের নির্বাচনে সাধারন সদস্য পদে টিউবওয়েল জয়জয়কার হয়েছে। জেলার তিনটি ওয়র্ডেই জয়লাভ করেছেন টিউবওয়েল প্রতিক। ইনারা হলেন ১নং(মুজিবনগর উপজেলা) ওয়ার্ডের প্রার্থী আজিমুল বারি মুকুল ২২ ভোট, ২ নং( মেহেরপুর সদর উপজেলা) ওয়াডের প্রার্থী ইমতিয়াজ বিশ্বাস মিরন ৫৫ ভোট ও ৩নং ( গাংনী উপজেলা) ওয়ার্ডের প্রার্থী মিজানুর রহমান ৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

এ দিকে মেহেরপুর ২ জন সাধারণ সদস্য পদ প্রার্থী একটিও ভোট পাননি। ইনারা হলেন ২ নং( মেহেরপুর সদর উপজেলা) ওয়ার্ডে আব্দুল কুদ্দুস ও ৩নং ( গাংনী উপজেলা) ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (বৈদুতিক পাখা)।

আপর দিকে ১নং(মুজিবনগর উপজেলা) ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে উম্মে সালমা (ফুটবল) পেয়েছেন ৪ ভোট।

আপনার মতামত লিখুন :