জীবননগর পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক-২
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪১ লিটার চোলাই মদসহ ২জন আসামিকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো জীবননগর পৌরশহরের নতুন তেঁতুলিয়া গ্রামের মোঃ ওলিয়ার সরকারের ছেলে মোমিন সরকার (৩০) এবং লক্ষীপুর ব্রীজপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে হোসেন আলী সালমান (৩৫)।
রবিবার (২০শে সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জীবননগর থানাধীন দত্তনগর এলাকা হতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মহাসিন আলী, এএসআই কামরুজ্জামান, এএসআই আহসান হাবিব এবং এএসআই আহসান কবির সঙ্গীয় ফোর্সসহ জীবননগরের দত্তনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪১ লিটার চোলাই মদসহ দু’জন আসামিকে আটক করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।