জাতীয় শোক দিবস উপলক্ষে পথচারী ও শিশুদের মাঝে খাবার বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:41 PM, 15 August 2021

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে পথচারী ও শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আমদহ ইউনিয়নের চেয়ারম্যান মো: আনারুল ইসলাম উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, আমদহ ইউনিয়নের ইউপি সদস্য মো: দরুদ আলী,মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম রাকিবুজ্জামান, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো: হাফিজুল ইসলাম,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মো: সিতাব আলী, বন্দর আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :