জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ নেতা মাসুদ রানার উদ্যোগে খাবার বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:55 PM, 15 August 2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর সভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সহযোগিতায়, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ও রোগীর স্বজনদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ও রোগীর স্বজনদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি আব্দুল বাসেদ অভিক, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান, সাংগঠনিক সম্পাদক শেখ জাবের শান্ত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সান, বুড়িপোতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সাব্বির প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :