জাতীয় যুব জোটের উদ্যোগে ফুটবল বিতরণ
যুবরা লড়বে, নতুন পৃথীবি গড়বে। এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়নের জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাতীয় যুব জোট নেতা মোঃ নুরু-উছ-সাফা প্লাবন জাতীয় যুব জোট মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত বারাদি ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ড এবং ০৭ নম্বর ওয়ার্ড এর যুবসমাজের মাঝখানে ফুটবল বিতরণ করেন জাতীয় যুব জোট নেতা মোঃ নুরু-উছ-সাফা প্লাবন বলেন ফ্রী ফায়ার, পাবজি গেমস, এবং মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে মুক্ত করতে হলে, আমাদেরকে খেলাধুলায় আগ্রহী হতে হবে। সেই সাথে অভিভাবকদের সচেতন হতে হবে আমার সন্তান কাদের সাথে মিশছে আমার সন্তান খারাপ রাস্তায় হাঁটছে কিনা, যতদিন পর্যন্ত অভিভাবক সচেতন না হবে ততদিন আমরা এর থেকে মুক্তি পাবো না বলে আমি মনে করি ।আমি চাই নবগঠিত বারাদি ইউনিয়ন হবে যুব বান্ধব নারী বান্ধব মোটাদাগে জনবান্ধব পরিষদ যেখানে স্বচ্ছতা ,এবং জবাবদিহিতা থাকবে। প্লাবন ভাই আরো বলেন ,রক্ত দিয়ে শোধিব ঋণ মশাল মার্কায় ভোট দিন।