জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
মেহেরপুরের গাংনীতে ১লা মার্চ জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উদ্বুদ্ধকরণ সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) নূর ই আলম সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ-আল-মাছুম, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত প্রকল্প পরিচালক ফেরদৌস রহমান, গাংনী সার্ভিস জোনের অতিরিক্ত প্রকল্প পরিচালক মখলেসুর রহমান, জীবন বীমা কর্পোরেশন এর সদস্য স্বপন পারভেজ প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব বিষয়ে রচনা প্রতিযোগিতায় সন্ধানী স্কুল এন্ড কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির সাদিয়া সুলতানা প্রথম স্থান, সাদিয়া ইসলাম দ্বিতীয়, নুপুর খাতুন তৃতীয় ও সাবরিনা সুলতানা চতুর্থ স্থান দখল করার গৌরব অর্জন করেছে। তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।