জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর পৌর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ। পরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে একটি মিছিল বের করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিশাল মিছিলটি মেহেরপুর কলেজ মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। বিশাল মিছিলটি মেহেরপুর শহর প্রদক্ষিণ করার সময় শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ব্যাপক ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়।
মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতা কর্মী অংশগ্রহণ করেন। এর আগে মেহেরপুরের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল সহকারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কলেজ মোড়ে এসে সমবেত হয়।