জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৬০ বছরের বৃদ্ধ মহিলা সহ একই পরিবারের ৬ জন
মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৬০ বছরের বৃদ্ধ মহিলা সহ একই পরিবারের ৬ জন মারাত্বক আহত । ধানখোলা ইউনিয়নের চান্দামারি গ্রামের আহতরা হলেন মৃত আজিবর হসোনের ছেলে মোঃ আলতাফ হোসেন (৬০), মোঃ আলতাফ হোসেনের ছেলে আনারুল হোসেন (২৮) , আনারুলের স্ত্রি মোছাঃ আয়েশা খাতুন ২৫, মোঃ আলতাফ হোসেনের ভাই মোঃ অহিদুল হোসেন (৫০) অহিদুল হোসেনের ছেলে মোঃ আছাদ (২৫) ও আছাদেও স্ত্রী মোছাঃ আয়েশা খাতুন ।
আজ বিকাল ৫টার সময় গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চান্দামারি গ্রামে এই সংঘর্ষ ঘটে।
আহত অহিদুল হোসেন জানান আমি ধানের জমিতে পানি দিতে গিয়ে দেখি বিল্লাল , জয়নাল মহিবুলরা আমার জমি ট্রাক্টর দিয়ে চাষ করছে । আমি নিষেদ করলে আমাকে মেরে জমিতে ফেলে রাখে । আমি আহত অবস্থায় বাড়িতে মোবাইল করলে বাড়ি থেকে আমার ভাই সহ পরিবারের লোকজন একে একে আসে আর ওরা মেরে জমিতে ফেলে রেখে চলে যাই ।