জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান শামীমের নতুন সিনেমায় অভিনয় করবেন লিপু মামা।
বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান শামীমের নতুন সিনেমায় অভিনয়ের কাজ করবেন জনপ্রিয় অভিনেতা শফিকুল ইসলাম (লিপু মামা)। মিজানুর রহমান শামীমের পরিচালনায় সিনেমার শুটিং এর কাজ শুরু করবেন ঈদুল- আজহার পরে বলে জানিয়েছেন, পরিচালক মিজানুর রহমান শামীম , এছাড়া তিনি বলেন সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি, তবে শুটিং এর আগেই নাম জানিয়ে দিবো, এই সিনেমায় অভিনয় করবেন নায়ক রুবেল, লিপু মামা সহ আরো অনেকে। তবে এখনে একজন হিন্দু চরিত্রে নায়ক রুবেলের বাবার চরিত্রে অভিনয় করবেন শফিকুল ইসলাম ( লিপু মামা)।
অভিনেতা লিপু মামা ১৯৮৬ সালে প্রথম মঞ্চ নাটক ” কে দুশ্য ” অভিনয়ের মাধ্যমে অভিনয় যগতে পা রাখেন।
১৯৯৮ সাথে প্রথম( বিটিভি) টেলিভিশন
নাটক “রং ধনু” হুমায়ুন আহমেদ রচিত, আবুল হায়াত পরিচালিত নাটকের মাধ্যমে পরিচিত লাভ করেন। বাংলা চলচ্চিত্রের প্রথম ছায়াছবির নায়ক রাজ্জাক পরিচালক ” জিনের বাদশা ” শিশু শিল্পীর মাধ্যমে অংশ গ্রহণ করেন। তিনি এখন পর্যন্ত নাটক, ছায়াছবি, টেলিফিল্ম সহ প্রায় ৫৫ টির বেশিতে অভিনয় করেছেন। তিনি কোটিপতি ভিক্ষারী” শর্ট ফিল্ম, ছায়াবৃক্ষ সিনেমার কাজ করেছেন।