জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংক্ষিপ্ত সফরে মেহেরপুর পৌঁছেছেন
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি সংক্ষিপ্ত সফরে মেহেরপুর পৌঁছেছেন। বুধবার রাত ১১ টার দিকে মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছান।
এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি জনপ্রশাসন প্রতিমন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন ও জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্য্য। এসময় জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস, জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আসিফ, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সদস্য সচিব তারিকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ লিটনসহ দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার সকাল দশটার সময় দারিয়াপুর স্কুল মাঠে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রাপ্ত উপকারভোগী কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ২৫ শে সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটার সময় মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কুষ্টিয়া দর্শনা চুয়াডাঙ্গা রেল প্রজেক্ট এর উপর উপস্থাপনা অনুষ্ঠানে যোগদান। সন্ধ্যা সাতটায় মুজিব চর্চা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। ২৬ শে সেপ্টেম্বর শনিবার খুলনার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।