জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন শ্রমিক নেতাদের মতবিনিময়

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:55 PM, 24 September 2021

মেহেরপুর জেলা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিপ্লবী সংগঠন মেহেরপুরের উদ্যোগে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, মেহেরপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়ন, খোয়া ভাঙ্গা মালিক সমিতি, ইজিবাইক মালিক- চালক সমিতির নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।

মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রহিনুজ্জামান পলেনের সঞ্চালনায় মত বিনিময় সভায অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু, সদর উপজেলায় ইটভাটা মালিক সমিতির সভাপতি আজিম রিয়াদ,সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, মেহেরপুর জেলা ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিন্টু প্রমূখ।

মতবিনিময় সভায় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, মেহেরপুর জেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, খোয়া ভাঙ্গা মালিক সমিতি, ইজিবাইক মালিক- চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :