জনতা ব্যাংক লিঃ বামন্দী শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা।
জনতা ব্যাংক লিমিটেড বামন্দী শাখার উদ্যোগে বার্ষিক হিসাব সমাপনী-২০২১ উপলক্ষে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ শনিবার ১লা জানুয়ারি ২০২২ জনতা ব্যাংক লিমিটেড বামন্দী শাখায় দুপুরে এ গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক এস.এম. কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সামসুজ্জোহা সহকারি মহাব্যবস্থাপক(এরিয়া ইনচার্জ) জনতা ব্যাংক লিঃ এরিয়া অফিস চুয়াডাঙ্গা।
আরো উপস্থিত ছিলেন বামন্দী বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাস, আরো বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল গনী বিশ্বাস,হাজী আলহাজ মতিউর রহমান,ইছাহক আলী সহ স্থানীয় ব্যাবসায়ী বৃন্দ সহ জনতা ব্যাংক বামন্দী শাখার সম্মানিত গ্রাহক বৃন্দ।
বামন্দী জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক এস,এম,কামরুল হাসান বলেন,জনতা ব্যাংক বামন্দী শাখা আজ যে সুনাম ও সম্মান অর্জন করেছে তা শুধু সম্ভব হয়েছে আমাদের এ শাখার সম্মানিত গ্রাহকদের কল্যাণে। তাই আমার নতুন বছরের শুরুতে প্রত্যাসা অতীতের মত গ্রাহকদের সহযোগিতায় ও ভালো বাসায় নতুন বছরে এ প্রতিষ্ঠানের সুনাম আরো বর্ধিত হবে। তাই জনতা ব্যাংক বামন্দী শাখার সকল গ্রাহকের কাছে সহযোগিতা কামনা করছে।