জনগণই আমার প্রাণ– সাবেক ছাত্রনেতা শিপু
গণতন্ত্র রাষ্ট্রের জনগণই সকল সিদ্ধান্তের মালিক। আমি রাজনীতি করি জনগণকে নিয়ে। জনগণের মতামত অনুযায়ী আমি আসন্ন গাংনী পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি। জনগণ অামার প্রাণ। জনগণের ইচ্ছার বিরুদ্ধে এক পা এগুবােনা। বিশেষ করে গাংনী পৌরসভার জনগণ এলাকার উন্নয়ন চাই। আমাকে দিয়ে পৌরসভার উন্নয়ন সম্ভব হবে বলেই জনগণ অামাকে নিয়ে কাজ করতে চাই।
মঙ্গলবার (১ ডিসেম্বার) সন্ধ্যায় গাংনী পৌরসভার নির্বাচন উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু পৌর এলাকার সকল ওয়ার্ডের কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে কথাগুলাে বলেন।
জনগণকে প্রতিশ্রুতি দিয়ে যারা বড় চেয়ার পেয়ে জন সেবার নামে নিজের সেবা করেছেন। জনগণ এবার সচেতন হয়েছে। এবারের নির্বাচনে ব্যালটের মাধ্যমে ওই নামধারী নেতাদের জবাব দেবে। আমি সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জননেতা মকবুল হােসেনের আদর্শে রাজনীতি করি।
সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপুর গাংনী উত্তরপাড়াস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মীসভায় গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।
এসময় পৌর এলাকার আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।