ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭৩টি বৃক্ষরোপণ করেছে মেহেরপুর সদর থানা ছাত্রলীগ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭৩টি বৃক্ষরোপণ করেছে মেহেরপুর সদর থানা ছাত্রলীগ

শেয়ার করুন

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মেহেরপুর সদর থানা ছাত্রলীগ বৃক্ষরোপণ করেছে। মঙ্গলবার বিকেলে শহরের পন্টের ঘাট ভৈরব নদীর ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইম বায়োজিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন।
বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ, দপ্তর সম্পাদক ইব্রাহীম আলি,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক এ.কে কুতুব উদ্দিন, সহ-সভাপতি শাহাজাহান আলি, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকিবুর রহমান প্রতিক প্রমুুখ।
এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য তানমুনসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ৭৩টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে নেতাকর্মীরা।

মেহেরপুর জেলা