চোখের জলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী লায়লা আরজুমান
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দোয়াত কলম মার্কা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী লায়লা আরজুমান বানু (শিলা)।
রবিবার (১২ মে) বিকেলে গাংনী থানা রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তার স্বামী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন এঘোষণা দেন। এসময় চোখের জল ভাসিয়ে কান্নায় ভেঙে পড়েন লায়লা আরজুমান বানু (শিলা)।
সংবাদ সম্মেলনে তার স্বামী সাহিদুজ্জামান খোকন বলেন, কোন চাপে নয় এটি আমাদের পারিবারিক সিদ্ধান্ত। এতদিন আমাদের পক্ষে যারা কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করেছেন তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। গাংনীর সব আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাতৃত্ববোধ বজায় রেখে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।
চোখের জল ভাসিয়ে কান্না জড়িত কন্ঠে লায়লা আরজুমান বানু (শিলা) বলেন, ব্যক্তিগত কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। যারা আমাদের সাথে ছিলেন কেউ কষ্ট পাবেন না। আমি আর কিছু বলতে পারছি না।