চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাড. আলমগীর হোসেনের ইন্তেকাল, গভীর শোক প্রকাশ
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাড. আলমগীর হোসেন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে আজ ৫ জুলাই সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩বছর। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র।
এছাড়া, তিনি নিরাপদ সড়ক চাই ও সামাজিক সংগঠন জেলা লোকমোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইতিপূর্বে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির দুইবার সাধারন সম্পাদক ও দুই বার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত ১৮জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে ২১শে জুন ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শেষের দিকে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও ফুসফুসের জটিলতার কারনে তিনি মৃত্যুবরণ করেন।
৬ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের জানাযার নামাজ চুয়াডাঙ্গা রেল ষ্ট্রেশন সংলগ্ন জান্নাতুল মওলা মসজিদে অনুষ্ঠিত হবে । জানাযার নামাজ শেষে মরহুমকে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোকাহত চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।