চিনি মজুদের বিরুদ্ধে গাংনীতে অভিযান ।। মেয়াদ উত্তীর্ণ পণ্যে জরিমানা
অবৈধভাবে চিনি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ। এ অভিযানে গাংনী উপজেলার সাহারবাটি বাজারে দুটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চিনিসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় সাহারবাটি বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্সে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স ফেরদৌস স্টোরকে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এ প্রতিষ্ঠান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দল। এছাড়াও ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এবং সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।