চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল দাবিতে মেহেরপুরে মানববন্ধন
চাকরিচ্যুত বিডিআর( বর্তমান বিজিবি) সদস্যদের পূর্ণবহন,৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনের হত্যার বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে চাকরি হারানো বিডিআর ও তার পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের চাকরি হারানো প্রায় অর্ধ শতাধিক চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেয়। তারা বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। পরে মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে তারা ৬টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-নিরপরাধ বিডিআর সদস্যদের পুনর্বহাল চাই। নিরপরাধ বিডিআর সদস্য যারা এখন পর্যন্ত জেলে বন্দি আছেন তাদের অবলিম্বে মুক্তি চাই। যেসব চৌকশ সেনা অফিসার পিলখানার হত্যাকাণ্ডে শহিদ হয়েছেন ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার করতে হবে। ২৫-২৬ ফেব্রুয়ারি ‘শহিদ সেনা হত্যা দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিআর সদস্য গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন, হাবিবুর রহমান প্রমূখ।