ঘোড়াঘাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় হিলি-ঘোড়াঘাট সড়কের সুরা মসজিদ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আজিম উদ্দিন।
তিনি আরো জানান,আজ সকালে রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেড়িকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানায় পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানান তিনি।